এগিয়ে যেতে যেতে যে রাস্তাগুলো ক্ষীণ হয়ে যায়
তার জন্য বৃষ্টি আসে না
সমাপ্তি সংগীতের সাথে সাথে ইচ্ছে গুলো বদলে যায়
ঠিকানা খোঁজে বেনামি চিঠি
খসে যাওয়া পলেস্তারা গুলো যখন
মর্মস্পর্শী অনুভূতি জাগায়
সেখানেও জেগে থাকে কতক কীট পতঙ্গ ও বুড়ো বটের বেঁচে থাকার লড়াই