ছুটছে সবাই ছুটছে দেখ মারাত্মক এক উল্লাসে,
সবাই বুঝি প্রথম হবে জীবন জয়ের ‘রোড রেসে’।
প্রাণান্তকর দৌড়বাজীতে দিয়েছে সঁপে মন আর প্রাণ,
তবুও কেন যায়না ঘুচে রহস্যময় এ ব্যবধান।
সবাই যদি প্রথম হবে তফাৎ তবে কী আর রয়!
প্রাণান্তকর দৌড়বাজীতে অমূল্য জীবন হচ্ছে ক্ষয়।
বল্গাবিহীন দৌড়বাজীতে প্রথম হবার মিথ্যে মোহ,
বুকের ভেতর দোলাচলের স্বপ্নপীড়ন অহরহ।
দৌড়েই কী কাটবে জীবন,বসবে না কি শান্ত হয়ে!
শ্রান্ত জীবন দৌড়বাজীতে ক্লান্ত হয়ে পড়বে নুয়ে।
জীবন ভর এ ক্লান্তি নিয়ে দৌড়ে দৌড়ে নাকাল হবে,
লাগামহীন এ দৌড়বাজীতে মুখ থুবড়ে পড়েই যাবে।
তার চাইতে প্রাপ্তি বোধের অপ্রাপ্তি থাক একটু খানি,
প্রশান্তি থাক অনুভবে,শান্তি সুখের পরশ আনি।