ছাত্র পড়ে অ-আ-ক-খ দিয়ে মন-
বাবা ও মা কাজ থেকে ফেরেনি তখন ।
ছাত্র পড়ে আরব্য রজনী, ঠাকুরমার ঝুলি-
মায়ের শরীরটা খারাপ, ঔষধের শিশি খালি!
ছাত্র পড়ে ইতিহাস-ভূগোল- জ্ঞান বিজ্ঞান,
দাদা তখনও পায়নি সঠিক চাকরির সন্ধান।
ছাত্র পড়ে ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার-
কলেজে বিক্ষোভ! এ বছর কি হবে ফার্ষ্ট ইয়ার!
ছাত্র পড়ে গড্ পার্টিকেল , মহাকাশ, ছায়াপথ।
কে যোগাবে খরচ, কিভাবে চলবে জীবন রথ?
“হিংসায় উন্মত্ত পৃথ্বী” প্রকৃতি দূষণে ছাড়খার,
ছাত্র তো কোন ছাড়……
কৃত্রিম অন্ধকারে ঢাকা প্রজন্মের পর প্রজন্ম
ঠিক সূর্যের নীচে, কবে হবে নবজন্ম???