ক্রমশ চলেছি অপরিচিতের ভীড়ে
পাব কি পাব না প্রিয় মানবিক মুখ ,
সংশয়ী আমি কনেযাত্রীর মত
ফুলেদের বুকে কান পেতে ধুকপুক ।
সবটুকু মন ছেড়ে দিতে প্রস্তুত
মনের ভিতরে প্রত্যাশা ভরা আছে ,
বানভাসি মনে ফেরাবেই প্রত্যাশা
প্রত্যাশা বড় অকরুণ টানে কাছে ।
দুপুরের দাঁড়ে দোটানার গান গাই ,
অকূলে ভাসলে পরিচিত ছিল যারা
দিয়েছিল প্রাণে প্রাণ খুলে প্রশ্বাস
কি করে হারাব ? আমি নই বানজারা ।
কিছু পেয়ে গেলে পরিধি পারদ বাড়ে
হবে কি হবে না হ্যামলেটে জাগরূক ,
যা হোক তা হোক কিছু কি হবে না আরও
চকোর ঘুমোলে পিপাসা সর্বভুক !