কবিতার সারা শরীর জুড়ে মানুষ পোড়ার গন্ধ !
অপলক শব্দশোক নিজের নিজের মাতৃভাষায়
খোদাই হচ্ছে ইতিহাসের ইতিকথার প্রান্তিক বাঁকে ।
ছোট হোক আর বড় হোক
সাম্রাজ্য পিপাসার গুণগত মান সবই সমান ।
এ কোন ভুবনগ্রাম , অবিরাম গুনে চলে
মৃত্যুশব্দ বীরের ভূমিতে , আয়ুবের তীরে ,
থ্যাঁতলানো পুত্রের প্রতিবাদী ভীড়ে !
সমর্থ আমাদের অথর্ব অবস্থান
অসহায় পৃথিবীকে অবাক করেছে ।
মেঘের উপত্যকা থেকে নেমে আসছে বসন্তের নদী ।
অন্ধ দর্শকদের সমুদ্রের চোখ দেখাবে ব’লে
তবুও অনির্বাণ নক্ষত্রের হুইলচেয়ার ,
রেটিনার সুপ্ত শাঁখে
পরিশ্রমী প্রশ্বাসের প্রদীপ জ্বেলেছে ।