কি এসে গেল তাতে যদি না তাকে পাও
তবে ঘুরে ঘুরে খোঁজো খোঁজো পাবে যাকে চাও,
ভেঙে গেছে ঘর না পাও ঠিকানা
নীল লাল সাদা কালো সব চেনা,
প্রেম বিনা এ জগৎ মিথ্যা তাই
আসুক যন্ত্রণা তবু তোমাকেই শুধু চাই
কষ্ট করলে তবেই মিলবে চাহিদা যতো
কেউ হয়না এ সমাজে কারোর মতো,
ওগো আমার বেদনায় তোমার কান্না আসে।
এই গোধূলির আলোতে দেখি যে সব সত্য ভাসে
সব চেনা উত্তর মাখামাখি দেখো ঐ বসন্ত আসে।