হঠাৎ সেদিন অন্ধকারে
তাঁকিয়ে দেখি, শ্যাঁওড়া গাছের মগডালে
পেত্নীটা ওই খাচ্ছে চুমু
ল্যাংড়া ভূতের বাম গালে
স্কন্ধকাটা যদি জানতে পারে
কি হবে রে পেত্নী তোর?
ফিসফিসে ল্যাংড়া বলে
এই প্রেমে নেই কাম ওরে
এমন কথা যেই না বলে
পেত্নী হাঁসে ফিক করে
ল্যাংড়া ওরে বলিস কিরে?
কাম নেই তো আছে কি?
কি যে বলিস তাই বুঝি না
কাম ছাড়া প্রেম হয় নাকি ?
পেত্নী রে তুই বড্ডো বোকা
হবে কবে বুদ্ধি তোর?
থাকলে শরীর তবেই না কাম
বলছি যা তা শোন এখন
তুই আমি আজ শুধুই ছায়া
আসে যদি কেউ ফাঁসাতে
বলবো হেঁসে সব মায়া।।