ফাগুন, কেন এলে আমার দ্বারে?
কেন জাগালে প্রেম মনের দ্বারে?
ফাগুন, জানি তুমিতো প্রেমের কাল
অপেক্ষায় থাকি তাই সকাল বিকাল।
ফাগুন, কেন এলে আমার দ্বারে?
প্রকৃতি কেন সাজছে এমন-
লালে লাল কেন সমগ্র ভুবণ?
পলাশ শিমুল লালে লাল
দিকচক্রবালও যে আজ হয়েছে লাল।
ফাগুন, কেন এলে আমার দ্বারে?
নদীর স্রোত তার পাড়ের সাথে
সাগরের লহর তার বালিয়াড়ির সাথে
করছে কেমন দেখো আলিঙ্গন
যেন চলছে তাদের প্রেমালিঙ্গন।
ফাগুন, কেন এলে আমার দ্বারে?
গিরিরাজ যেন দাঁড়িয়ে মৌণী ঋষির মত।
নাম না জানা গাছপালা সব জড়িয়ে আছে তত।
মাথায় নিয়ে রজতশুভ্র বরফ রাশি রাশি
লাগছে যেন দিচ্ছে তারা প্রেম চুম্বনের হাসি।
ফাগুন, কেন এলে আমার দ্বারে?