নারীশক্তি, তোমায় জানাই আমার অভিবাদন
যুগে যুগে তাইতো তোমার, করি যে বন্দন।
কাদম্বিনী গাঙ্গুলী, তুমি হয়েছো মহান
প্রথম মহিলা ডাক্তার হয়ে পরেছো শিরস্ত্রাণ।
শত অত্যাচার সহ্য করেও, ধরেছো যে কলম
তাইতো তোমায় আশাপূর্ণা, জানাই সশ্রদ্ধ সেলাম।
প্রেমের মিথ্যা অভিযোগ, উড়িয়ে দিয়ে ফুৎকারে,
মৈত্রেয়ী দেবী তোমায়, আমার প্রণাম করজোড়ে।
ভারতীয় নারী দলে পেয়ে যে স্থান
ঝুলন গোস্বামী, তাইতো তুমি হলে যে মহান।
স্বাধীনতা আন্দোলনেও তোমাদের অবদান
মাতঙ্গিনী, প্রীতিলতা জানাই আমার অকুণ্ঠ সম্মান।
চৌদ্দ বছর বয়সে তুমি হলে বিখ্যাত
সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী বলে হলে পরিচিত।
ভারতভূমি বেছে নিলে তোমার কর্মস্থান
মাদার টেরিজা, তোমায় জানাই অনন্য সম্মান।
বিবেকানন্দ স্বামীর সাথে তোমার নিবিড় যোগ
সিস্টার নিবেদিতা, এলে তুমি, ছেড়ে রাজৈশ্বর্য্য ভোগ।
তোমার মাঝেও আছে আগুন,
জ্বালিয়ে নিয়ে চোখে-
চণ্ডীরূপে করো সংহার,
তোমার তেজস্বীতার জোরে।
তুমি সীতা, তুমি রাধা,
তুমি অহল্যা, তুমিই যে সতী
তাইতো নারী তোমার কাছে
নতজানু হয়ে, করি যে প্রণতি।।