এলো রে, এলো রে
চৈত্র সেল এলো রে।
খোকা খুকু আয় দৌড়ে
বাবা মাকে সাথে করে।
ম্যাক্সি ফ্রক জামা জুতোয়
সাজবি নতুন নানান ছুতোয়।
পরলে পরে লাগবে ভালো
তোদের আনন্দের কাছে সবই জোলো।
কিনে নাও, নিয়ে যাও
কম পয়সায় যা কিছু চাও।
বছরের এই কটা দিন
নাওয়া খাওয়া বাদ দিন।
দু’বছর হয় নি বিক্রি
তাইতো কপাল কুটে মরি।
এসো এসো, তোমরা সবাই
কিনে নাও পরিবারে যা চাই।
খোকা খুশি, খুকু খুশি
বাবা মাও হবে খুশি।
কম পয়সায় কিনে নিয়ে
পড়াবে নতুন জামা দিয়ে।
জামা নাও, কাপড় নাও
মন ভরিয়ে পরিয়ে দাও।
খোকা খুকু হবে খুশি।
নতুন রূপে হাসবে শশী।