খোকা, আমি বৃদ্ধাশ্রম থেকে বলছি
দশমাস তোকে এই গর্ভে ধারন করেছি
তাইতো এই মাতৃঋণ এভাবে শোধ করেছিস
ভালো করেছিস খোকা, তোরা ভালো থাকিস।
দশমাস পর গর্ভ থেকে বেরোতে চাইছিলি না তুই
ডাক্তার আমার নাড়ি কাটলে, বেরিয়ে এলি তুই।
দিনের পর দিন আর রাতের পর রাত
জেগে জেগেই কাটিয়েছি বিনিদ্র সব রাত
ঘুমের ঘোরেই ভিজিয়ে দিতিস
সকল শয্যা কাঁথা বালিশ ।
তোর আশাতেই বুক বেঁধে বেঁচেছিলাম আমি
পরীক্ষাতে প্রশ্নপত্র দেখে নিশ্চিন্ত হতাম আমি
জীবনের সব পরীক্ষাতে উতরে গিয়ে শেষে
চাকরি পেলি উচু পোষ্টে পড়াশুনার শেষে।
নিয়ে এলি ঘরে যে তুই, গৃহলক্ষ্মী বৌকে
জুড়িয়ে গেল চোখ যে আমার, বৌমার লক্ষ্মী রূপ দেখে
বৌমা তো ছিল না মোটেই, ছিল সে আমার মেয়ে
কিন্তু ছিল ভাগ্য বিরূপ, মানতে পারলো না সে
তাইতো আমার আজ অবস্থান, বৃদ্ধাশ্রমের গৃহে
আশীর্বাদ করি ভালোভাবে, কাটাস তোরা দোঁহে।।