চল ছুটে যাই সে’দিক পানে
কালবোশেখীর দামাল গানে
আয় না একটু লুটি ।
আমবাগানে ঝড়ের নাচন
কৈশোরের সেই হৃদয় কাঁপন
আম কুড়ানোর ছুটি ।
তখন তোর’বা বয়স কতই
আমার মতে হিসেব মতই
এক্কা-দোক্কা খেলা ।
সেই খেলারই সময় শেষে
ধরলি যে হাত ভালোবেসে
কাটাই সারাবেলা।
আজও তোকে চাই সেখানে
আম কুড়ুনোর ওই বাগানে।
তখন ছিলি অষ্টাদশী ।
আজ অন্য ঘরটা সবটাই তোর
রোজ ওঠে তোর নতুন ভোর ।
আমি হলাম পরবাসী ?