চতুর চক্রব্যুহের স্বার্থপর দলিলে
বিশুদ্ধ বিবেক আজও স্বাক্ষর করেনি ।
এটুকুই ইত্যাকার ইতিহাসের গসাগু প্রশ্বাস ।
সিঁদুরে মেঘ উঠতে না উঠতেই
যে যার আকাশে খোঁজে শত্রুর খনি ।
সাগর বন্দী হয় খন্ড খন্ড মানচিত্র জালে ।
কখনও বাণিজ্য ঢাল ,অস্ত্রও যখন যেমন ।
বিষন্ন বাঙ্কারে পোড়ে সভ্যতার আয়ু ।
ক্ষমতার লালসা ঘুমোলে ,
সংসারী সৈনিকের প্রতিটি শিরায় ফোটে
টুপটাপ শিশিরের ফুল ।
প্রকৃতির আদিম শাখায় গলাগলি নাচে
আয়ুবের ঢেউ আর ভল্গার বৃষ্টি বিলাস ।