সময়ই দৃশ্য গড়ে , সময়ই ডোবায় ।
সিজারের অক্ষৌহিনী অহঙ্কার
গলে যায় দ্বৈপায়ন হ্রদে !
আলেকজান্ডারের সাম্রাজ্য পরিধি
পুড়ে ছাই থার্ড রাইখের বিষ বাঙ্কারে !
হিটলার হোক কিংবা এজিদ
মুসোলিনি অথবা দুর্যোধন ,
প্রকান্ড মুন্ডু কুড়াবে ব’লে
পম্পেই সেনেট ছুরি ম্যামথের ল্যাম্প পোষ্টে ঝোলে !
তথ্য বিচ্যুতি নয় , শুধু একই তত্ত্ব
ভিন্ন ভিন্ন যুগে অভিন্ন কাঁধে এসে বসে ।
ক্ষমতার জন্মলোভ শতাব্দীর পিঠে চড়ে
সাময়িক সামরিক বাষ্প হয়ে ঘোরে ।
শুধু , মহাকালের মোহনা- যিশু অপেক্ষায় থাকে ।
অনন্তর , সময়ই দৃশ্য গড়ে , সময়ই ডোবায় !