হ্যাঁ আমি দেখতে পাচ্ছি
বরফে চাপা পড়েছে ক্ষতবিক্ষত
শহরের মুমূর্ষু শরীর ।
প্রথম নক্ষত্রের চোখ পরম মমতায় এখনও কাঁদছে ।
নিভন্ত পরিধির ব্যাস কতটা বৃদ্ধি পেলো
জরিপ করছে উপগ্রহের দূরবীন হাত ।
সহস্র সাধারণের মৃত্যু মুখ দেখে
আমি শত পুত্রের শোক ভুলেছি ।
কে ফেরাবে এই মৃত অহল্যা দ্বীপের
সবুজ প্রশ্বাস ?
গণকবর খোঁড়ার সমর্থ খনক কোথায় !
চলো সঞ্জয় , আমরা বানপ্রস্থে যাই ।
কেবলই সংবাদের শিরোনাম পাল্টায় ।
চাঁদের উপত্যকায় ষাট মাইল কনভয় !
মঙ্গল গ্রহ নিয়ে যুদ্ধ বেধেছে !
চলো ইউরিদিস , আমরা মর্তে ফিরে
আবারও ভালবাসার গল্প শোনাই ।