আমার গর্ব আমি রবি ঠাকুরের দেশের লোক,
এই মহান আখ্যা আমার প্রথম পরিচয় হোক l
হে কবিগুরু লও মোর প্রণাম, তব লেখনী মোদের গর্ব,
বাঙালির হৃদয়ে পূজিত তুমি, তোমাতে মোদের স্বর্গ l
আত্মা, চিত্তে, হৃদয়ে তুমি, মম শির সদা তব চরণে,
জীবন উদয় হতে অস্তে যায় কবির অমূল্য বাণী স্মরণে l
উল্লাসে রও,একাকিত্বে রও, রও তুমি অবকাশে,
সহস্র ব্যস্ততার মাঝেও তুমি রও প্রতিটি নিঃশ্বাসে l
তব সকল উক্তি,সকল কবিতা, মহাকাব্য পাঠে মুগ্ধতা অম্লান,
গীতবিতান, সঞ্চয়িতা,গীতাঞ্জলি হতে নোবেলজয়,গান.. অনস্বীকার্য তব অনুদান l
তব লেখনী স্মরণে মহৎ প্রাপ্তি পায় মন..
স্থিরতা আনে চিত্তে, বদল ঘটায় জীবনের ধরন l
প্রেম, বিরহ, মিলনের বাণী তোমাতেই সম্পূর্ণ,
তব বিনা হে রবিঠাকুর মোরা বাঙালিরা অসম্পূর্ণ l
আনন্দে তুমি, ক্রন্দনে তুমি,তুমি আছো বেদনার মাঝে,
তব নব ভাবনায়, নব ছোঁয়ায় হৃদয় রামধনু রঙে সাজে l
সূর্যের ন্যায় তুমি বিরাজ,সাহিত্যের গগনে তুমি সেরা,
তুমি রবে অমর চিরকাল, তোমাতে ধন্য মোরা বাঙালিরা l
আজি চরণে দিলাম তোমার..মোর শব্দে গাঁথা মালা খানি..
ভরিয়ে দিলাম অগণিত পুষ্পে মোর হৃদয়ের ফুলদানি ll