যদি জানতে চাও সুনীল স্বপ্ন সকল..
আঁধার মেঘের আড়ালে কেনো সুপ্ত?
উত্তর হলো,কর্তব্যময় বেড়াজালে আবদ্ধ l
বুকের জমাট বেদনা,কামনার ঝড় বলতে পারিনি,
সকল আশা,একবুক ভালোবাসা মিলিয়েছে কুয়াশায়,
চলতে গিয়ে ফিরেছি শূন্যতা নিয়ে l
এখন ঘড়ির কাঁটার লেজ ধরে প্রাণহীন চর আমি,
কর্তব্যের জট খুলতে খুলতে জীবন সন্ধ্যের দোরগোড়ায়,
আমি যেন সমুদ্রের বুকে পড়ে থাকা পাথর..
সময়ের সাথে সম্পর্কের আঘাতে বালুকণা হয়ে
ভেঙে পড়বো,
বাতাসের প্রবাহে হবো ঠিকানাহীন l
সূর্য উদয় হতে অস্তে অক্লান্ত পরিশ্রম,
তৃষ্ণা মেটানোর আত্মভোলা মেঘের দাপটে..
মাটিতে কুড়িয়ে পেলাম আমার ঠিকানা l
ধোঁয়ায় মতো ধূসর শূন্যতায় ভরা নির্জন জীবন,
প্রতিটি দিন যেন কালোমাটির শুষ্ক ভূখণ্ড l
স্মৃতির কাফন হয়ে সাদা এক বিষাদ ঢেউ..
আচমকা আঘাত হানে চোখের আলোতে l
ভীষণ অন্ধকারকে মেনে নিতে না পেরে..
পাখির মতো ঘরে ফিরে আসা!
বুঝলাম সবই ব্যর্থ ll