লক্ষী তুমি কার?ছাদ পেটানো অট্টালিকায় নিদ্রার হাহাকার,
কুঁড়ে ঘরের মাটির মেঝেতে শান্তির ঘুমের বাহার l
মনের মাঝে প্রদীপ শিখায় তুমি জ্বালাও আলো,
রাস্তায় পতিত লক্ষীরা চরিত্রে বেজায় কালো l
দুমুঠো অন্নের তাগিদে লক্ষী ইজ্জত দিলো লুটিয়ে,
সুযোগ সন্ধানী ভদ্রলোক কামনা নিলো মিটিয়ে l
প্রতুল অর্থের বিনিময়ে খোঁজো মাথা গোঁজার ঠাঁই,
অট্টালিকায় বাসকারী মানুষের দ্বারা শান্তির নেই রেহাই l
পুরুষতান্ত্রিক নাঙ্গা সমাজে লক্ষী আবদ্ধ বাঁধার শৃঙ্খলে,
অন্যায় সইতে সইতে পুড়লো তারা রোষের দাবানলে?
কোজাগরী লক্ষী পূজোয় পথে-ঘাটে রঙিন প্রতিমার ঢল,
জ্যান্ত লক্ষী লাঞ্ছিত, অবহেলিত, সমাজের বুকে অচল l
লক্ষীকে যারা বানিয়েছে মূক,বধির,ভোগের বিশেষ পণ্য,
এসো ভেঙে তোষণের শিকল খুঁজি তাদের তন্ন তন্ন l
জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে বিলীনপ্রায় লক্ষীর সম্ভ্রম আসন,
ঐ শোনো কুলুষিত, কদাকার সমাজের নগ্ন কদর্য ভাষণ l