তোমরা রাজনীতি করে গেলে সারা জীবন।
দেশটাকে টেনে-হিঁচড়ে—-
তার ঘাড় মটকে সব রস টুকু খেয়ে–
দেশ নামের একটা ছোবড়া রেখে দিয়েছো।
তোমরা যে যখন বিরোধী থাকো–
সে তখন আন্দোলন করো।
বিদ্রোহ করো।
আর জিতে গেলে ?
জিতে গেলেই গলায় সোনার চেন; পরনে সুট বুট,
গদিতে বসে অনর্গল করে যাও লুট।
আমি কোন শাসকদলের প্রতিনিধি, চাটুকদার বা
হতে পারলাম না কোন নির্দিষ্ট বৈশিষ্ট্যের তাঁবেদার।
আমি সারাজীবন বিরোধীর তালিকায় রয়ে গেলাম।