জীবনের অনেকগুলো বছর অতিক্রান্ত,
অনেকটা বাদ দিলে যেটা থাকে,
সেটা দামাল আঠারো বছর!
সেই আঠারো বছরটা লুকিয়ে থাকে
মনের গভীরে…
যে মাঝে মাঝেই মুখ বাড়িয়ে
নিজেকেই নিজে শাসন করে
নিজের বিরুদ্ধেই বিদ্রোহ করে।
আমার অস্তিত্বের চারপাশ ঘিরে
রাখি অনেক কুটিল চক্রান্ত দিয়ে
কখন সজ্ঞানে বা অজ্ঞানে!
জীবন ধাঁধার উত্তরের পেছনে
ছুটতে ছুটতে ক্লান্ত যখন,
তখন এই কুটিল চক্রান্তই
আমার ভূগোল ইতিহাস
বিজ্ঞান সব পাল্টে দেয়।
নাটকের দৃশ্যাবলীর মত পরিবর্তন
হতে থাকে নিজের অস্তিত্বের!
ছাপ থেকে যায় সেই সব চক্রান্তের!
মুছতে চেষ্টা করি কুটিল চক্রান্তের
সেই সব নোংরা ছাপ –
কিন্তু পারিনা!
তাই পৌঁছান হল না আর এই
জীবন ধাঁধার রহস্য সমাধানে!
পারবে কি দিতে কেউ
জীবন ধাঁধার এই উত্তর?