যে শহরে তুমি হেঁটে
বেড়াচ্ছ এখন
সেখানে আমার পদচিহ্ন আঁকা ।
ঐ যে নদী জল চিকচিক
বালি চিকচিক
ওখানে পর পর আমার
খেলার ছাপ।
না না, এখন অতট ধারে নেই,
নেই বঞ্জুল নেই ।
কংক্রিট ঘন দালান এখন
মহীরুহ এক রূপ
কোলাহল ভরা কোলাজ
সুখের ভীড়।
খুঁজে দেখো তবু ওখানেই আছে
আমার ছন্দ ছাপ
নদীর বয়স আমার বয়স
মিলেমিশে
রামনা মাঠ।