আমি খঞ্জ নুলো হাবা
” অলটো” চড়ে আসি
সকাল বিকেল দুই বেলা
কালভার্টে বসি।
আমি খঞ্জ নুলো হাবা
জনম ধনীর ঘরে
তাইতো আমার “আয়া” মা যে
মোর পেছনে ঘোরে ।
আমি খঞ্জ নুলো হাবা
চমক জুতো আছে
পোশাক আমার দামি তবু
কেউ আসে না কাছে ।
আমি খঞ্জ নুলো হাবা
ভিখিরি নই মোটে
তবু সবাই পথ চলতি
অবাক চোখে দেখে ।
আমি খঞ্জ নুলো হাবা
উপর পানে দেখি
দুষ্টু মেঘ নীল আকাশে
মারছে উঁকি ঝুঁকি ।
আমি খঞ্জ নুলো হাবা
পথের পানে চেয়ে
দেখছি কত রঙ্গ আর
রঙবেরঙের মেয়ে ।
আমি খঞ্জ নুলো হাবা
কালভার্টে থাকি
খবর রাখো?
আমার মনে ——- প্রেম আসে না, নাকি?