কতকাল ধরে কত উঁকি ঝুঁকি
নীল সাগরের কোলে —
ছোট্ট দ্বীপে ফকির, ধনী ,
পথিক, কবি,
নজরুল আর রবি।
মানসে অথবা তনুতে , অনুতে
কতজন জনে জনে—-
পায়ে পায়ে যায়,
বৃষ্টি বাদলে
দারুচিনির ঐ থানে।
তেমনই রঙ তেমনই শোভা
তেমনই অর্ক ভাসে,
সবুজে নীলে, সাদা ছোপছাপে
কালো জলঢেউ
খিলখিল করে হাসে।
ঊনপঞ্চাশ বায়ু ফিরি করে যায়
দারুচিনির ঐ “বাস”,
তোমার আমার সাম্যবাদ
মানী অ-মানী
একসাথে বসবাস —–
বনিক মেলায় অনেক আয়াসে
দারুচিনি কিনি খাঁটি।
বিনি পয়সার সুবাস আমার,
প্রকৃতি
মায়ের ঘাঁটি ।