ভুবন জুড়ে চলে পালন
“পুরুষ দিবস”—
কার আবদার নিবেদন,
কে করে আজ বিভাজন,
কার অম্লান বদন।
নারী ধরিত্রী, করেন ধারণ ,
কর্ত্রী সেবাযতন।
কন্যা অথবা
কন্যাসমান
স্নেহাদর শেষ লগন।
নারী যে করে , কর্ম বীর।
অস্ত্র সজ্জা ধর্মবর্ম,
পঞ্চ প্রদীপে নম নম
জীবন–মরণ সঙ্গম
——অর্ধনারীশ্বর।
পুরুষ মানেই কামুক স্বভাব , নৃশংস ধর্ষক?
ভুলে গেলে কি
বিদ্যাসাগর,রামমোহন,
আর রবিকবি,
শরৎশশী জাতক?
পুরুষ বিনা কি, হতো সেথা
বেগম রোকেয়া?
কাদম্বিনীর গল্পগাথা,
সোনার-কাঠি সাড়া জাগানর
নয় যে রূপকথা।
স্ত্রী- স্বত্তা বৈধব্য রূপ —
সত্যি তুমি , না চাও তবু
অলিখিত–কুলিখিত ,
লাঞ্ছনাময় “স্যাডিসম্ ” ।
—— রচনা কূপমণ্ডূক।
পিতা, অথবা স্বামী সন্তান
আর নব প্রিয়জন —
দেহ আত্মার অনুক্ষরণে
চেতনে মনে, জাগরণে
স্বাধীন অনুরণন।