দুপুর সমুদ্র, কিছু রঙ–
কিছু ধূধূ ফণানত ঢেউ,
বুঝিবা মন্থর ।
কখন থমকে কাজল ও জল
রনপা অসচল —
একাকার।
দোলাচলে চলে ঐ
অজানা অশনি পথ,
দুর্গম শেষ যার, প্রান্তর শুনশান।
যবনিকা তমসার—
সহসা ঘনপথ বিকিরণ,
হয় দুর্নিবার।
বেড়াজালে, মাধবী একমনে—
গন্ধ পাশে ,
দুধসাদা চমক কবজ
লালসূতো, জালচিরে, চীৎকার—
বিপত্তারিণী ,
বাধা ছাড়খার।
একই গীত, একই ভিত, সেই মাটি—
জলা গন্ধ, এক মৃদু প্রদীপ —
যন্ত্রণা কাতর ।
রক্ত রাঙান শ্বেত জবা,
একই অবচেতন ঝিমধ্বনি, তবু
সুখদা সাগর।
আজ, ঘরে —আজ আমি
ঋজু — বন্দি।