ঊনকোটি বছর আগে , হিসেব কষো
কে ধরেছিল হাত কার ?
ভূত ভবিষ্যত কিছু নেই শুধু ,
বর্তমান ই, বর্তমানে সার।
তেত্রিশ কোটি দেবতা ভেবে ,
ভয়ে কেউ নাম, না জেনে রয়,
“কোটি” মানে হেথা , উচ্চতর শ্রেণী
নিছক সংখ্যা কিন্তু নয়।
তেত্রিশ দেব আছে পুরাণে,
আর চৌত্রিশ, আছে বেদে—
বৈদিক কালে, যত প্রকৃতি-দেবতা,
আছে ঋক্ , সংহিতাতে।
কোটি কোটি লোক
দুধ দই ঢালে , বিশ্বাস শিলাতে,
কোটি কোটি শিশু চেটেপুটে খায়,
দুধ নর্দমার স্রোতে ।
কোটি কোটি জন , এখন বিপাকে
দুধমাখা শিলা নিথর ,
হয়ত পরীক্ষা আরও অপেক্ষা
সময় সাথে উত্তর ।
উচ্চকোটির কবিদের কাছে
এ কবিতা তুচ্ছ দীন,
এ বারতা হায় নিম্ন কোটির
অন্তক যেথা লীন।