লোকটাকে বহুক্ষণ ধরে ওরা ভীষণ পীড়ন
করছিল; ওর ত্রস্ত চক্ষুদ্বয় সূর্যের কিরণ
দেখতে পারবে কিনা পুনরায়, এমন সন্দেহ মনে উঁকি
দিচ্ছিল আমার, তাই ঝুঁকি
নিয়ে কাছে গিয়ে বলি, আসলে সে নয়
দোষী, মানে ধৃত অর্ধমৃত এই লোকটার ভুল পরিচয়
ফেলেছে বিপদে তাকে। সে-যে নয় আমি, এ-কথা কসম খেয়ে
নিশ্চিত জানাতে পারি। যুক্তি-তর্কের দাঁড় বেয়ে
বেয়ে ক্লান্ত হয়েও ওদের কে প্রকৃত অপরাধী
আমি না সে লোকটা, বোঝাতে ব্যর্থ হই। ফরিয়াদি
সেজে আমি যত বলি সে-তো জন্ম বোবা-
তত ওরা ‘আরে তোবা তোবা’
বলে তার কোমরে পেঁচিয়ে দড়ি সগৌরবে নিয়ে
যায় ঠেলে ঠুলে জেলে প্রবাদকে মিথ্যে করে দিয়ে।