লাস্ট মেট্রো চলে গেছে অনেক আগেই
ট্যাক্সি স্ট্যান্ড ফাঁকা,
সুড়ঙ্গের বাইরে যবুথবু ঢংয়ে
কোনএক ভিক্ষুক বসে আছে একা ।
রাজপথ সুনসান,
জমকালো অন্ধগলির অন্তরালে
অশ্রু মোছে সুন্দরী রমণী,
তিলোত্তমার বুকে প্রতিরাতে খুন হয়
কত সতীর বিশ্বাসে বোঝাই
ভালোবাসার নিঃশ্বাসের মালা ।
সূর্যের আলোয় তেতে ওঠে
যে নগর হরদম , অনর্গল
সে নগরসভ্যতা
শুয়ে দেখে সপ্ন, শান্তির বিছানায়
বেখেয়ালি সন্তানের উম্মাত, মদ্য চরিত্র
নগরীর নিদ্রায় কান্নার জল ঢালে নিত্য।
বাধ্যতার পরিচয়ে জেগে থাকা
রমণীর ঘরে তারুণ্যের প্রথম তৃপ্তিলাভে
যৌবনের উদ্যম নেশা,
হায় , ভাগ্য একি তোমার তিলোত্তমা ?
সেইসব তারুণ্যেভরা যৌবনেরা
ভোরবেলা চেঁচিয়ে বলে ওরা বেশ্যা।