জেগে আছি অনন্ত-ছায়াপথে
অগনিত নক্ষত্রের মতো
রাতের এলোকেশী আঁধার চিরে
দূরবিন চোখে চাঁদ-ধোঁয়া জল,
বিম্বিত তোমার মুখোচ্ছবির পাশে
প্রত্যাশার বহ্নির ঘের…
ছোঁয়া যায় না, স্থিরতাহীন ঢেউয়ে
ভেঙে ভেঙে মুছে যায়…
অনুঢ়া স্বপ্নের আটপৌরে হাতছানি!
বিষাদের মিম্বরে বাজে বিদায়ি ঘন্টা।
তবুও অনঢ় আকাঙ্ক্ষার অভিব্যক্তি তোমায় ঘিরে!
অস্তিত্ব জুড়ে আজন্মকাল আছো রবে।
আমাদের ব্যবধান শুধু প্রান্তিক সময়ের,
হয়তো তুমি বা আমি খুব অচেনা এখন…।