কেবলই ইচ্ছে- ইথারে পিপাসু পান্থ হতে চেয়েছি ।
প্রাপ্তির পরাগে ফুটফুটে ফুল আসে ,
ফুলের বিস্ময় বাজারের ফল ছুঁয়ে
বিধ্বস্ত বাসি হয়ে যায় ।
যে দিঘীকে দীর্ঘ নদী মনে হতো
দুরু দুরু ডিঙোতেই হাঁটুজল ছপ ছপে ডোবা !
এ চোখ শুষেছে সাগর স্বাদ
হিমবাহ আয়ু ,
অতৃপ্ত দৃষ্টি তবু চকোর সন্ধানী ।
বানজারা ভাবনার বীজে ছায়াপথে আনন্দ ফোটে ।
কল্প- লালন সুখ লিপিবদ্ধ হলে
তেপান্তরও গুটিসুটি গতায়ু গোস্পদ !
অনন্তর , এ কোনও কবিতা নয়
সৃজনের ইচ্ছে -সরণি ।