জেগে ওঠা অতি সহজ ব্যাপার যেন
শ্বাসের জোগান সাধারণ ধুলো বালি ,
শ্রম শুধু মাপি মাটি কোপানোর ঘামে
কিংবা আপিসে পাকশালে হাড় কালি ।
শত সহস্র বিনিদ্র রাত জেগে
হৃৎপিন্ডের অবিরাম সংগ্রাম ,
বনস্থলীর পাতারা দিচ্ছে ঢেউ
ঢেউ বয়ে বয়ে দেহ আনন্দধাম ।
এক মুঠো ক্ষুধা উদর পরশে সুধা
শ্মশান ধোঁয়ায় স্মৃতিদের মেঘে জল ,
নিদ্রা শিশিরে ক্লান্তিরা টুপটাপ
মগজ ডোবালে অভিধান নিস্ফল !
শ্বাস ঋণী সুর ধমনী নিলয়ে বাজে
কান পেতে শোনো ছেড়ে গর্বিত পাশা ,
মনের ভিতরে মন না জোগালে মধু
গতানুগতিক হয়ে যায় ভালবাসা ।