আবিশ্ব জনক জননীর বিশ্বস্ত এঁটেল দৃষ্টি
সর্বাঙ্গে মেখেছি , ন্যায়াধীশ ।
আমি কি কখনও ঝুরঝুরে উই মাটির মতো
উদাসীন ঝরে যেতে পারি ?
শুভার্থী বান্ধব তালু নবনী মায়ায়
ছুঁয়েছে প্রতিটি কোষ কোষের অন্তর ।
কিভাবে পাথুরে কঠিন হবো
উর্বরা বোধ বাধা ঠেলে !
পৃথিবীর যাবতীয় দৃশ্য শোক এসে
শোচনীয় লুট করে
তিলে তিলে গড়ে তোলা প্রণম্য প্রেম ।
আমিও কি একদিন অখন্ড চূর্ণ হবো
খন্ড খন্ড অশ্লীল তন্ত্র দাপটে !
যদি তাই হয় ,
এ- জাতকের শেষ নিঃশ্বাসে রেখে যাবো
আর এক জাতকের প্রথম প্রশ্বাস ।