দিয়েছো বীজের স্বাদ , তবু হামেশায়
প্রসূতি পরাগে ভাসি শস্য নেশায় ।
জমিয়ে রেখেছো শীত বহুরঙা মনে
কিভাবে নগ্ন হবো দাহ্য দূষণে !
চেয়েছি পরিধি ছেড়ে পালের উল্লাসে
গোবিতে বৃষ্টি দেবো মেঘ – মান্দাসে ।
ভাবনার বনসাই আরও যদি গলে
সুন্দর ডুবে যাবে শ্লীলের অতলে ।
ভালবাসা ঝরে গেলে ( প্রধান ক্ষমতা )
ফিরিয়ে ফোটাতে পারে মায়ের মমতা ।
পাথর এ জীবনের পাকে পাকে ঘানি
চড়ায় ঠেকেছে শ্বাস , তবু গুণ টানি !