কাজ যে অনেক বাকি খোঁজ নেব তার নাকি?
এখন কি যে করি হা হুতাশে মরি।
ফোন করেছে আড়ি আছি যে যার বাড়ি
হচ্ছে না যে কথা মনে বড়ই ব্যথা।
রিং করছি বারে বারে ‘হ্যালো’ বলছে অন্য স্বরে
বুঝব যে কি করে ফোন যাচ্ছে ভুল নম্বরে।
বলছে যে কোন ভাষায় সেটা বোঝা বড়ই দায়
ফোনে দিলাম কাটা লোকটা বড় ঠ্যটা।
যতই বলি রং নাম্বার শোনে কি কথা তার
বুঝি না যে ভাষা মনে তার কি ছিল আশা।
পেলাম না খোঁজ তার আছি ঘরে যে যার
বল কি করি আর মনটা বেজায় ভার।