দেখেনি কখনো এই হাসি আগে
দেখেছে অনেক হাসি অনুরাগে
মুগ্ধ হৃদয়ে এই হাসি দিয়ে
ভরেছে বুক মাধুরী জড়িয়ে,
সবাই তো হাসে না আবেশে
এই হাসি আনে কেমনে যে বশে।
করেছে যে সে উত্তাল মন
ভেসে গেছে মন যে কখন
জানে না প্রেমের জোয়ারে
মন গেছে যেন খুশিতে ভরে।
নিজস্ব ঢঙেই সবাই হাসে
এই হাসি যেন বলে ভালবাসে
পড়েছে ধরা চোখের তারায়
হাসির মাধুরীতে মন পথ হারায়।