ভালবাসি যাকে, সুখি হলে সে যে
খুশি হই খুব মনে
সেই কথা আমি বলতে পারি না
ডেকে কোন প্রিয় জনে।
ভালবাসি তাকে, বোঝে না কেন সে
বসে শুধু ভাবি তাই
এই কথা আমি বোঝাতে পারি না
শুধু মনে ব্যথা পাই।
কিভাবে বোঝাই তাকে, কাজে থাকে ব্যস্ত
পন্ড হয় যে জীবনের বোধ সমস্ত।
দিনরাত ব্যাকুল আবেগে তৃষিত আমার আঁখি
তারই আশায় নিঃশ্চুপ বসে থাকি।
ভালবেসে যাকে আমি সুখি করতে চাই
বোঝে না কেন সে জন বসে ভাবি তাই।
কি যে বলি তাকে আমি বোঝাতে সে কথা
হৃদয়ে আমার যত জমে আছে ব্যথা।
আমার মনের সাথে মিলবে যে কবে তার মন
আমার দুঃখের হবে নীরব সমাপন।
অনেক কথা যে আজ ঝড় তোলে মনের মাঝে
মন বসে না তাই আর কোন কাজে।