সর্বদা করো অশুভ, পাপ, পঙ্কিলতার বিরুদ্ধ,
জীবনের ধারা অব্যাহত থাক ন্যায়, সত্যের পথে আবদ্ধ,
যাহা প্রতিহত করে সর্বদা বিবাদ,বিভেদ, অনৈক্য… l
মানবজাতিময় সাম্প্রদায়িকতা,সংকীর্ণতার দ্বার রবে রুদ্ধ,
মানবের হৃদয়ে মানবের প্রতি সন্মান সদা রবে সম্মৃদ্ধ l
মানবের প্রাণে বিভেদহীন উৎসব বহমান রইবে অনন্তকাল,
উদার মানসিকতা বয়ে আনবে সুখসমৃদ্ধি চিরকাল l
ধর্মীয় আচার-অনুষ্ঠান অধ্যাত্বিকতার অনুভূতি,
বিভেদ ভুলিয়ে জাগায় ঐতিহ্যময় সহানুভূতি l
মঙ্গল শঙ্খ,আজান,উলুধ্বনিতে মুখরিত মোদের জনপথ,
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বিরাজিত হোক মানবতার রথ ll