ঝিরিঝিরি সারাদিন অক্লান্ত ঝরে চলেছে বৃষ্টি,
মেঘলা আকাশ,অখেয়ালি মন,ভগ্ন হৃদয়ের অবনত দৃষ্টি l
নিবিড় বর্ষণে তপ্ত বৈশাখের পর চারিদিকে আনন্দের কলধ্বনি,
ঝিল্লির ঝিঁ ঝিঁ ডাক,প্রকৃতির মহিমা হৃদয়ে ছোঁয়ায় পরশমণি l
আষাঢ় বেলায় বৈচিত্রের মেলায় প্রকৃতি সেজেছে আজ,
বৃষ্টি ভিজে বৃক্ষপাতাও সেজেছে সবুজের গাঢ় সাজ l
আকাশ কালো মেঘের জালে বৃষ্টির সুর মূর্ছনা,
দহন জ্বালায় তৃপ্ততা আনে বৃষ্টি ফোঁটার সান্ত্বনা l
আজি মাতাল শরীর-মন স্থির লোচনের দৃষ্টি,
ব্যাকুল হৃদয়ে সুরের মাতম উদ্দাম অনাসৃষ্টি l
আমার শহরের রাস্তায় প্রতিটি মেঘলা উপোষী দিন,
অপেক্ষার সফরে রয় বিনিদ্ররত,মেটায় ভালোবাসা ঋণ l
বৃষ্টিস্নাত দুটি মন একাকী বসে রাজপথের কোণে,
দমকা হাওয়ায়,বৃষ্টির ফোঁটায় আগুন জ্বলে দুটি মনে l
বৃষ্টির স্পর্শে হৃদয় সিক্ত,আলতো তোমার ছোঁয়া,
পাহাড়ের গায়ে মেঘমালার বসতি,শুভ্র উড়ন্ত ধোঁয়া l
ধোঁয়াশা চোখের পলকে পড়ে দিগন্ত ছুঁয়ে আসা বৃষ্টি,
মহাকালের স্বপ্নগাথা বরষায় তোমার মায়াবী দৃষ্টি l
হৃদয় খুঁড়ে বেদনা জাগায় জ্বলন্ত স্মৃতির দহন,
ভিজতে থাকে সময়,স্মৃতি,অবশেষে আঁখি অশ্রু বহন ll