ব্যাঙের ছাতা, ন্যাড়া মাথা কোনটি বেশি বড়ো?
ফিতে দিয়ে মাপবো এবার, সবাই মিলে সরো l
চকচকে ঐ ন্যাড়া মাথায় ব্যাঙের ছাতার চালা,
মাথায় মেরে একটা চাঁটি সবাই মিলে পালা l
বেল তলাতে বেশ জমেছে মজার খেলার আসর,
ছাতার মাথা পড়বে টোপর, বাজাও ঘন্টা-কাঁসর l
কয়েৎ বেলে নুন-লঙ্কা টক-ঝাল,নোনতা ভোজন,
সখা সখী সবাই মিলে গাইবো বিয়ের গাজন l
অনেক হলো রসিক ভাষণ এবার ফেরার পালা,
ঘরে ফিরেই লেখা-পড়া দূর সেকি জ্বালা l
মাটির পিদীপ নিভু নিভু, তেল কিছুটা ঢালি,
পড়তে বসেই ঘুমের ঠাকুর চোখে ছোড়ে বালি l
শৈশবের সব মজার স্মৃতি পড়ছে এখন মনে,
বড়ো হয়েই জীবন বেকার মরছি প্রতি ক্ষণে ll