পৌষের আমন্ত্রণ রইলো সবার, সুদূর গাঁয়ে মোর বাড়ি,
চাঁদনি রাতে লাগানো আছে খেজুর গাছে হাঁড়ি l
কুয়াশা মাখা ভেজা দূর্বায় হৃদয় দোলানো ঢেউ,
শীতের ভোরে সবুজ চাদর বিছিয়ে দিলো কেউ l
পৌষ রাতে আগুন পোহানো, উঠোন কোণের পরে,
মা -ঠাকুমার পিঠে পুলি বানায় ঘরে ঘরে l
তোমায় আপন করে নিয়ে চলবে মজার মজার খেলা,
তোমায় খাতিরে ব্যস্ত হবে মা -ঠাকুমা সারা বেলা l
বিলাস বহুল অট্টালিকার ফাঁকে হয়নি দেখা আকাশ,
জল রেখার সীমান্ত ছুঁয়ে আসবে রোদেলা বাতাস l
নকশী কাঁথার কোমল পরশে শান্তির ঘুমের রেশ,
ঝিরি ঝিরি হিমেল পবনের ছোঁয়া লাগবে তখন বেশ l
উদ্বেলিত হবে তনু-মন, শান্ত হবে প্রাণ,
ভাটিয়ালির মূর্ছনায় আসর বসাবে ভৈরবী গান l
উনুনের আঁচে উষ্ণ পৌষের সকলের হাতে পিঠা পুলি,
পাটালি গুড়, খেজুর রসে ভরবে খাবারের ঝুলি l
পৌষের সায়াহ্নে আলো-আঁধারি খেলায় রইলো আমন্ত্রণ,
চোখ জুড়ানো গাঁয়ের রূপময়তায় ধন্য মোর জীবন l