নির্জলা কোনো অপরাহ্নে মহাসাগরের বুকে
বয়ে নিয়ে যাবো দুঃখগুলো,
তুমি নিশ্চিন্তে নিঃশ্বাস নিও !
কন্ঠনালী পর্যন্ত কাঁটার মত আবদ্ধ কষ্টগুলো
যা অহর্নিশি তোমাকে ক্ষত-বিক্ষত করছে,
ওষ্ঠ চুম্বনে তুলে নেবো বিষাক্ত রক্ত,
তবু, তুমি ভালো থেকো l
নির্জলা কোনো অপরাহ্নে মহাসাগরের বুকে
বয়ে নিয়ে যাবো দুঃখগুলো,
তুমি নিশ্চিন্তে নিঃশ্বাস নিও !
কন্ঠনালী পর্যন্ত কাঁটার মত আবদ্ধ কষ্টগুলো
যা অহর্নিশি তোমাকে ক্ষত-বিক্ষত করছে,
ওষ্ঠ চুম্বনে তুলে নেবো বিষাক্ত রক্ত,
তবু, তুমি ভালো থেকো l