প্রতিনিয়ত বিশ্বাসের সীমান্তে তোমার অনুপস্থিতি,
কাঁটাতারের আঘাতে ব্যাথাতুর হৃদয়ে রক্তের বিস্তৃতি,
শান্ত হবে পরিতৃপ্তে,বিক্ষুব্ধ ভালোবাসার অশ্রুসিক্ত বুক..
মনের কোণে বিষণ্ণতায় কণ্টক আচ্ছন্ন জাগতিক সুখ,
শ্রাবণ ধারায় মন কেমনে জল…
অশ্রু হয়ে ঝরছে অনর্গল ll