ঝড়ের ছটায় আমের ঘটা
আম কুড়াবো চল,
সবাই মিলে আয় রে সখী
নিয়ে সদল বল l
শুনেছি ঐ আম বাগানে
ভূতের রাজা রয়,
হৈ হুল্লোড়ে মাতবো মোরা
ভুলে ভূতের ভয় l
আমের মেলায়, নুনের খেলায়
জমবে বেশ গল্প,
চল এগিয়ে তড়তড়িয়ে
সময় যে খুব স্বল্প l
ভূতের রাজার দেখা পেলেই
চাইবো কিছু বর,
তাড়াতাড়ি চল সখীগণ
ফিরতে হবে ঘর ll