জাগতিক বন্ধনহীণ নির্নিমেষ বন্ধনে আবদ্ধ হবো ;
তোর সাথে কোনো এক গোধূলি লগ্নে ।
আয়োজনহীন – অনাড়ম্বর ,তবুও ভীষণভাবে বাঙ্ময় ।
রাধিকার নিক্বণে কিংবা মীরার সঙ্গীত মূর্ছনায় ,
সবটুকু ওম জুড়ে ছুঁতে চাওয়া পাওনা গন্ডার ভিড়ে ,
দুকূল ছেপে আবেগ যখন বাণভাসি যমুনায় ;
কঠিন প্রাচীর একনিমেষে দোমরায় মোচরায় !
জীবদ্দশায় নাই বা পেলাম তোকে ;
অবচেতন জুড়ে তোর ছোঁয়াতেই রোমন্থনে ,
বাঁধবো তোকে হাজার জনম নিখাদ ভালোবাসায় ।
না ! না ! আর কোনো ক্ষোভ পুষিনা মনে ,
কেবল কল্পনাতেই উন্মাদ ভালোবাসি !
ঠিক যতটা রক্ত ঝরাস বুকে ,
সেই লালেতেই তোর হাসি মুখ আঁকি ।
মেঘের বুকে বৃষ্টি যেমন ঝড়ে ,
মনের ঘরেও বর্ষা বারোমাস ।
তাকিয়ে কেবল বিপরীত দুই মেরু ,
বিকর্ষণেও ফেনিল অভিমান ।