মাগো , আমি তোমার পরিযায়ী সন্তান ,
চাঁদের আলোয় ঝলসাননো রুটি খুঁজে যাই আঘ্রাণ ।
আমি তোমার হার হাভাতে নিরন্ন সন্তান ।
মাইলফলক লক্ষ যোজন মিটিয়ে দিতে চায় ,
ছোট্ট কুটির – মায়ের হাসি – সন্তান প্রতীক্ষায় !
আর কতো দূর হাঁটলে সুদূর সীমান্ত দেখা যায় ?
শুধুমাত্র ভোটার যারা চলমান ভোট ব্যাঙ্ক ,
সতেরো হোক বা লক্ষ তারা বোঝেনা সমানুপাতের অঙ্ক !
হাইওয়েতে লাঠির বারি বাড়িয়েছে শঙ্ক।
রেলের টিকিট চাইলে পরে ধরায় মস্ত চোতা ,
তাই ছোট্ট ছোট্ট পায়ে রেল পথ ধার্যতা ।
রাত্রি দিন ক্লান্তিহীন নিকষ নীরবতা ।
কত পাই পেলে পরিযায়ীদের গৃহসুখ দিবি বল ?
শ্রান্ত ওরা দিকভ্রান্ত জ্বলছে ক্ষুধানল ,
মারলি ওদের নৃশংশতায় মরতো যারা কাল ।
মাগো আমরা তোমার পরিযায়ী সন্তান ,
আমাদের ক্লান্তি রক্তে ভেজে ওরা করে থাকে ভান !
দেবতাও আজ লুকিয়েছে মুখ ,অসহায় সন্তান !!