ভালোবাসা গড়েছো কখনো আপনমনে ?
নিটোল তরতাজা পুরুষ্ট করে
আবেগ ঢেলে মনের ছাঁচে ?
উদ্বায়ী প্রেম কখনো বন্দী থেকেছে
হৃদয়াঙ্গমে? হৃদস্পন্দনে? হৃদয়পুরে?
সে যে অচিনপুরীর মায়াবী ফাঁদে
বন্দী কোনো তেপান্তরে ,
সরু গাঁয়ের পথটি ধরে ,
সবুজ কোনো মাঠের ধারে ,
রাখালিয়ার সুরে ।
হয়তো কোনো উদাস বাউল ,
সুরের তালে তালে ,
টান দিয়ে তার একতারাতে
ভেজায় নয়ন জলে।
সৃষ্টি যে প্রেম চোখের তারায়
মুক্তি ও সেই পথে ।
প্রেম ছুঁয়ে যাক জীবনতরী
শুধুই ভালোবেসে ।