থেমে গেল প্রতিবাদের ঝড় ,
বন্ধ হল সকল কোলাহল ,
হিসেব কষা হল পাওনা গন্ডার !
কতটুকু পাওয়া যাবে জানা নেই ।
তবু আমরা আশাবাদী !
প্রতিবাদের মোড়ক চিড়ে ,
আবার সবাই যে যার মত ,
ফিরলো নিজের কাজে ।
কিন্তু প্রতিবাদের স্পটলাইট –
পরিবহ তুমি কি পেলে ?
কিছুদিন পরেই আবার অস্ত্রপচার !
দূরে থাকতে হবে ও. টি.-র ঝাঁঝাঁলো আলো থেকে ,
বন্ধ করতে হবে শখের ড্রাইভিং ও সুইমিং ,
আসতে পারে খিঁচুনি যখন তখন ,
খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত মৃগির ওষুধ ।
পরীক্ষায় রাঙ্ক করা পরিবহ আজ ব্যর্থ তার স্বপ্নপূরণে !
এ ব্যর্থতা তোমার নয় ;
এ লজ্জা পরিকাঠামোগত চরম অশিক্ষার ।
কত পরিবহ আজ হারাচ্ছে অন্ধকারে ,
থমকে কাঁদে মানবতা স্বার্থের দুনিয়াতে ।