কখনো বলা হয়ে ওঠেনি তোমায় ,
আদর করে জড়িয়ে ধরে ।
যদি আর একবার সুযোগ পেতাম !
একটিবার তোমায় সামনে পেতাম !
চিৎকার করে বলতাম ,
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ।
বড্ড ভালোবাসি বাবা তোমায় ।
যখন তুমি ছেড়ে গেলে তখন সবে মাধ্যমিক ।
ছায়া বিহীন অবয়ব সম ।
ঐ কচি বয়সেই চিনে নিয়েছিলাম ,
মুখ আর মুখোশের তফাৎ ।
মুখোশের আড়ালে ঢাকা কদর্য মুখগুলো দেখে ,
আঁতকে উঠেছিলাম ।
অপরিণত বয়সেই অনেক বেশী পরিণত
হয়ে উঠেছিলাম ।
আর একটু যদি বেশী পেতাম তোমায়!
তুমি সর্বদাই স্বাবলম্বী হতে শিখিয়েছিলে ।
তাই হয়তো চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চিপে ,
সব রকম পরিস্থিতির সাথে সহবাস করতে শিখেছি।
তোমায় ভীষণ স্বপ্নে দেখি অগোচরে নতুন রূপে।
আবার যদি ফিরতে পারি নতুন কলেবরে ,
তোমাকেই ফিরে চাইবো আবার আমার বাবা রূপে।