আজকে জানিস হঠাৎ করে
রিমঝিমিয়ে বৃষ্টি এলো ।
যেথায় যতো লক্ষ ফাটল ,
বুকের ভিতর মজ্জা জুড়ে ;
আজ হয়তো বৃষ্টি ভিজে ,
চিল্কা মাঝে বিলীন হবে ।
আচ্ছা তোর মনে পড়ে ?
আমার হাতটা ধরে শক্ত করে ,
দুজন মিলে এক পশলা ,
কপাল বেয়ে ঠোঁট পেরিয়ে ,
ভেজা কাপড় এলো চুলে ,
তুইও তখন আমায় ছুঁয়ে ,
সোঁদা গন্ধে শীতল পরশ ,
উষ্ণ আলিঙ্গণে ।
তোর না ভীষণ ঠান্ডা লাগার ধাত !
এখনো কি বাদলা দিনে ,
ঝমঝমিয়ে বৃষ্টি এলে ,
বৃষ্টি মাখিস আমায় সাথে নিয়ে ?
চলনা দুজন ভিজব আবার ,
লাল পলাশের আবির মেখে ,
বিলীন হবো লক্ষ সুখে ,
বক্ষ মাঝে শতেক দুখে ।