তোর সেই চেনা রিংটোনে ,
চেনা মুখ আর ভাসে না |
তোর কথার স্বরলিপি ,
অলীক স্বপ্নে ভাসে না |
মায়া বুঝলি তো !
বড্ড বেশী মায়ায় জড়িয়েছিলি |
তোর সাথে সেই কাটাকুটি আঁকিবুকি ,
সেই নিয়নের আলো ,
আজ বড্ড বেশী ফিকে ;
ফিকে তোর অশ্রুধারায় |
রেস্তোরায় ভাগ করে খাওয়া বিরিয়ানিতে ,
আজ শুধুই ভাগারের গন্ধ |
ঠিক তোর আমার সম্পর্কের মতো ,
ম্লান , বিবর্ণ ,রিক্ত ,শূণ্য |